দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলার্স ইউকে এর ডিরেক্টর সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ০৬ ২০২৪, ২৩:৪৬
দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলার্স এর পরিচালক বৃন্দের এক সাধারণ সভা মাওঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওঃ ফয়জুল হাসান চৌধুরীর পরিচালনায় ২/২/২০২৪ ইং ঝুম ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কোষাধ্যক্ষ মাওঃ হুসাইন আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওঃ আলী হাসান চৌধুরী, মাওঃ আনিসুর রহমান ও মাওঃ জিল্লুর রহমান।
সভায় হালাল রিটেইল সম্পর্কিত নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে রেগুলেটরি বিষয়ক সতর্কতা, হালাল ইন্ডাস্ট্রির বর্তমান ট্রেন্ড এবং সাধারণ মুসলমানদের মধ্যে হালাল বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক অনুশীলনের উপায় খুঁজে বের করা ইত্যাদি।
বিশেষ করে ইউকের অন্যতম শহর ওয়েলসে ৫/৬/২০২৪ ইং বুধবার দিন ব্যাপী প্রচারণামূলক একটি ঝটিকা সফরের সিদ্ধান্ত গৃহীত হয়।