দ্বীন কায়েমে মহানবী সা. অাদর্শ হলো সর্বোত্তম নমুনা:মাও. নাসির উদ্দীন মুনীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০১ ২০১৮, ০৩:২০

 

হাবীব আনওয়ার

দেশব্যাপী ছাত্র জমিয়তের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে গতকাল ৩০ ই নভেম্বর( শুক্রবার) বাদ মাগরিব হাটহাজারীতে সীরাতুন্নবী সা. শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা সাইফুর রাহমানের সভাপতিত্ব ও
শাখা ভারপ্রাপ্ত সেক্রেটারি শরীফ অাল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী জুনাইদ অাহমদ।

প্রধান অথিতি হিসাবে মহানবী হযরত মুহাম্মদ সা.এর জীবনী নিয়ে অালোচনা করেন, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাসীর উদ্দীন মুনীর।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা এমরান শিকদার।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী ছাত্র জমিয়তের অাহবায়ক মুফতি ইমরান উদ্দীন,উত্তর জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি এম ওয়ালী উল্লাহ,চট্টগ্রাম মহানগরী সদস্য সচিব হাফিজ অাব্দুল্লাহ,হাটহাজরী উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি মাওলানা সালমান মাজহারী,মুফতি শাকের হোসাইন,হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি ইব্রাহিম খলিলুল্লাহ,হাটহাজারী পৌর ছাত্র জমিয়ত সভাপতি জামিল অাহমদ,ছাত্রনেতা হায়দার অালী,মাসরুর অাহমদ।

নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতির বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন মুনীর বলেন, ‘মহানবী সা.এর ৬৩ বৎসরের পরিপূর্ণ জীবন ব্যবস্থাই হলো অামাদের সকল বিষয়ের জন্য নমুনা বা উত্তম পথ।নবী কারিম সা. মক্কী জীবন ছিলো ব্যক্তিগঠনের,আর মদনী জীবনী ছিলো রাষ্ট্রীয় ব্যবস্থার ফর্মুলা।কাজেই ছাত্র জমিয়ত কর্মীদের প্রথমে ব্যক্তিগঠন করতে হবে,এক্ষেত্রে ছাত্রদের লেখাপড়ার মাধ্যমে পাণ্ডিত্য অর্জন করার পাশাপাশি রাষ্ট্রনীতি সম্পর্কিত বই সমূহ অধ্যায়ন করতে হবে।ছাত্র জীবন শেষ করার পর সবাইকে মহানবী সা.মক্কী জীবনের অাদর্শের অনুসরণ করে রাষ্ট্রীয় জীবনের বাস্তবায়ন করার প্রয়াস চালাতে হবে।মনে রাখতে হবে, দ্বীন কায়েমে মহানবী সা. অাদর্শ হলো সর্বোত্তম নমুনা।

এসময় অন্যান্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম সাইফ,ছাত্রনেতা ফয়জুল্লাহ,তাওকির অাহমদ, রশিদ অাহমদ,অাব্দুল অাজিম,উসামা অাহমদ হাবীবুল্লাহ,ফাহিম অাহমদ প্রমুখ।সভা শেষে জমিয়তের সকল অাকাবির এবং মরহুম নেতৃবৃন্দের অাত্নার মাগফিরাত ও দরজা বুলন্দির জন্যে বিশেষ মোনাজাত করা হয়।