দ্বিতীয় ধাপেও দল পাননি মাশরাফি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৭ ২০১৯, ২০:২৭

‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। সন্ধ্যায় সাড়ে ছয়টায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যে দুইটি রাউন্ড শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি দল চারজন করে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পেয়েছে। দুইটি রাউন্ডই ছিল দেশি ক্রিকেটারদের জন্য। কিন্তু এখনো দল পাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রথম সেটে সর্বপ্রথম খেলোয়াড় নেয়ার সুযোগ ছিল খুলনার সামনে। সুযোগ পেয়েই তারা মুশফিকুর রহিমকে দলে ভেড়ায়। ফলে, সবার আগে দল পেয়ে যান মুশফিক। এরপর তামিম ইকবালকে দলে নেয় ঢাকা প্লাটুন।

‘এ প্লাস’ ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় ছিল। এর মধ্যে দল পেয়েছেন মুশফিক, তামিম ও রিয়াদ। এখনো দল পাননি মাশরাফি বিন মর্তুজা।

দ্বিতীয় সেট শেষে যারা দল পেলেন

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা,

চট্টগ্রাম চ্যালঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান,

সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হেসেন সৈকত, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী