দোয়ারা বাজারি হুজুর (রাহ.) স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৯ ২০২০, ১৬:১৫
এস এমডি শিহাব, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের অন্তর্গত দোয়ারা উপজেলার নৈনগাও গ্রামের উজ্জল নক্ষত্র সিলেট জালালাবাদ রাজারগাও মাদ্রাসার সুনামধন্য শায়খুল হাদিস, হাজার হাজার আলিমদের উস্তাদ, অনেক বিদ্যাগারের প্রত পরিচালক,লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ে মহান আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যান গত ছয় মার্চ ২০২০ ইংরেজী।
হযরতের স্মরণে আজ আলোচনা সভা ও খতমে কোরআন অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাতক,দোয়ারা উপজেলার বিশিষ্ট্য উলামায়ে কেরামগণ।