দৈনিক ফটিকছড়ি ডটকম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৯, ১০:৫৪

স্টাফ রিপোর্টার: বহুল প্রচারিত ফটিকছড়ির বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল অনলাইন নিউজ পোর্টাল (পত্রিকা) ‘দৈনিক ফটিকছড়ি ডটকম’এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে শুক্রবার ফটিকছড়ি বিবিরহাট টনি এ্যাড ফার্ম হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি ত্রৈমাসিক শব্দমালা পত্রিকার সম্পাদক এ.এইচ.এম সামস উদ্দিন টনি এর সভাপতিত্বে, দৈনিক ফটিকছড়ি ডটকম এর প্রধান এডিটর সেলিম উদ্দিন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাতীয় ও দৈনিক নয়াদিগন্ত ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ফটিকছড়ি’র স্টাফ রিপোর্টার ও প্রাণের বাংলাদের ফটিকছড়ি প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, দৈনিক নয়া বাংলা প্রতিনিধি এইচ এম সাইফুদ্দিন, দৈনিক ফটিকছড়ি ডটকম প্রধান এডিটর মঞ্জুর মোরশেদ, দৈনিক আলোকিত সকাল নাজিরহাট প্রতিনিধি সাইফুল ইসলাম, বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহমদ উল্লাহ নয়ন, মানবতার আহবান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি নাছির উদ্দিন, সোনালী প্রজন্ম বাংলাদের এর সভাপতি মুরাদ আহম্মেদ সাওন। দৈনিক ফটিকছড়ির ক্যাম্পাস প্রতিনিধি রিয়াজুল আলম, প্রতিনিধি মামুনুর রশিদ, ইউসুফ আরফাত, ইসমাইল, আব্বাস উদ্দিন, মোতালেব হোসেন।

প্রধান অতিথি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদ উপস্থিত প্রতিনিধিদের সংবাদ তৈরির নিয়মকানুন সম্পর্কিত বক্তব্য পেশ করেন। তিনি বলেন, সংবাদ তৈরির ক্ষেত্রে নিজেকে সব সময় চৌকস হতে হবে এবং তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকট হতে হবে। সাংবাদিক জাতির বিবেক। গণমাধ্যম সমাজের দর্পণ। সংবাদকর্মীরদের ক্ষুরধার লেখনিতে অনিয়ম, অন্যায়, দুর্ণীত, কুসংস্কার তুলে ধরা হয় পাঠকের সামনে। দৈনিক ফটিকছড়ির ইফতার আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখার সহকারী শিক্ষা সচিব মাওলানা ফরিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ফটিকছড়ি ডটকম পরিচালনা পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক, লেখক, কলামিষ্ট সহ বিভিন্নস্থরের কলাকুশলীগণ।

দৈনিক ফটিকছড়ির সম্পাদক ফোরকান মাহমুদ অনুষ্ঠানকে স্বার্থক ও সুন্দর করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।