দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজকান্তি দাশ সিলেটের সেরা রক্তদাতা সম্মাননা পেলেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২২ ২০১৯, ১৪:২৫

 

এহসান বিন মুজাহির : সিলেটে সেরা রক্তদাতা হিসেবে সম্মাননা পেলেন দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক অনুজকান্তি দাশ। ২০০৩ সালের ২৪ ডিসেম্বর তারিখে প্রথমবারের মতো মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে স্বেচ্ছায় রক্ত দান করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে রেড ক্রিসেন্ট, সন্ধানী, কোয়ান্টামসহ বিভিন্ন রোগীকে সরাসরি ত্রিশেরও অধিকবার স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে নিজ এলাকায় প্রতি বছর একুশে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির মাধ্যমে মানুষকে স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করে আসছেন তিনি। ২০০৬ সাল থেকে তিনি মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহায়তায় এলাকার মানুষকে রক্ত সহায়তা দিচ্ছেন এবং মানুষকে রক্ত দান বা গ্রহণের ক্ষেত্রে সচেতন করে তুলছেন। এতে করে রক্ত দানে ভয় কমিয়ে মানুষকে সরাসরি রক্ত দানে উৎসাহিত করা হচ্ছে। ফলে এলাকায় পেশাদার রক্ত বিক্রেতার সংখ্যা অনেকটাই কমে এসেছে এবং মানবদেহে পরীক্ষিত ও জীবাণুমুক্ত রক্ত পরিসঞ্চালনের বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে ২০ জুন বৃহস্পতিবার সকালে নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রে আয়োজিত এক কর্মসূচিতে সাংবাদিক অনুজকান্তি দাশকে সেরা রক্তদাতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলার আরো ৩৩ জন স্বেচ্ছায় রক্তদাতাকেও সেরা রক্তদাতা সম্মানে ভূষিত করা হয়। মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আবু সালেহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। রেড ক্রিসেন্ট সদস্য সাইফুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মোস্তাক আহমদ পলাশ, জুনিয়র সহ-পরিচালক কমল পদ পাল, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার প্রমুখ।