দেড় কেজি স্বর্ণসহ বিমানের সুইপার আটক
একুশে জার্নাল
মার্চ ০৩ ২০২০, ১৮:০৫
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজির বেশি স্বর্ণসহ বিমানের সুইপারকে আটক করেছে কাস্টমস। তার নাম আবু সালেহ মুসা।
মঙ্গলবার ভোরে বিমানবন্দরের হ্যাংগার গেইট দিয়ে বের হওয়ার সময় স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিমানবন্দরের হ্যাংগার গেইট দিয়ে স্বর্ণের একটি চালান বের হবে। এমন সংবাদে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। ভোর পাঁচটার দিকে হ্যাংগার গেইট দিয়ে সুইপার আবু সালেহ মুসা বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার পায়ে লুকিয়ে রাখা ১৪ পিস (এককেজি ৬২৪ গ্রাম) স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।