দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ১১৬২; মৃত্যু ১৯
একুশে জার্নাল ডটকম
মে ১৩ ২০২০, ১৪:৪৮

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে একদেন সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৬২ জন। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৯ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২১৪ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
বুধবার (১৩ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।