দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭; নতুন আক্রান্ত ৩১২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ১৫:০৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩১২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫জন।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এ স্বাস্থ্য ব্রিফিং হয়।

জাহিদ মালেক বলেন, আমরা করোনাভাইরাস আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। এই স্টেজে এসে স্পেন ও আমেরিকায় হাজার হাজার মানুষ মারা গেছেন। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা সংক্রমণ ঠেকাতে পারব।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান,গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত রোগীদের বয়স, ২১-৩০ বছরের মধ্যে ২২.৩ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ৩০ ভাগ। আক্রান্তদের মধ্যে ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ নারী। যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে ৩ জন ঢাকার, চার জন নারায়ণগঞ্জের।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার ৯ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৩০৬ জন। গতদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু কমেছে।