দেশে আরও ৩৪ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ২৭৬৬
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৪ ২০২০, ১৯:০২
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৬৬ জনের। এদিনে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫৯১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৬০টি।