দেশের মানুষকে গরিব থাকতে দেব না: প্রধানমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২০ ২০২১, ১৫:৫৬

ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গরিব থাকতে দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করব।
সোমবার (২০ ডিসেম্বর) কূটনীতিতে অবদান রাখার জন্য সম্মাননা ও ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমি কোনও কিছু চাই না। আমার চাওয়া পাওয়া নেই। যত কষ্ট হউক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাব।
প্রধানমন্ত্রী বলেন, যে দুজন কূটনীতিক আজ সম্মানিত হলেন তারা তাদের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য দেশি-বিদেশি দু’জন কূটনীতিককে এবারই প্রথম ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর পক্ষে এ মেডেল প্রদান করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবর্তিত বঙ্গবন্ধু পদক পেয়েছেন মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং ঢাকায় দু’বছরের বেশি সময় দায়িত্ব পালন করে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি।
ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।