দেশের প্রথম হিজড়াদের জন্য মাদ্রাসা উদ্বোধন; দারুল আরকাম শিক্ষকদের শুভেচ্ছা
একুশে জার্নাল
নভেম্বর ০৭ ২০২০, ০১:১৫
নিজস্ব প্রতিনিধি:
প্রতিটি মানুষের জন্যই শিক্ষা গ্রহণ করা তার মৌলিক অধিকার। প্রত্যেক মুসলমানের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। আর এই শিক্ষা বাস্তবায়নে সদা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে দেশের আলেম সমাজ। এবার সম্মানিত আলেম সমাজের প্রচেষ্টা ও দানশীল মুসলিমদের সহযোগিতায় দেশে প্রতিষ্ঠা হলো প্রথম স্বতন্ত্র তৃতীয় লিঙ্গের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষদের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ উদ্বোধন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, হিজড়া, বৃহন্নলা, কিন্নরী বা তৃতীয় লিঙ্গ- যে নামেই ডাকা হোক না কেন, বাংলাদেশের পরিবার ও সমাজে এরা নানাভাবে অবহেলিত, অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। তাই এই জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
আয়োজকরা আরো বলেন, এর আগে হিজড়া জনগোষ্ঠীর জন্য বাংলাদেশে আলাদা কোন মাদরাসা বা কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার খবর পাওয়া যায়নি। এছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হিজড়াদের পড়ানোর কোন ব্যবস্থা নেই বলে জানা গেছে।
এই মাদরাসায় মূলত কুরআন শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাও দেয়া হবে জানান তারা। ফলে এখান থেকে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন কারিগরী পেশায় যুক্ত হতে পারবেন।
মাদরাসাটি স্থাপন করা হয়েছে একটি তিন তলা ভবনে। এর প্রতিটি তলায় প্রায় ১২০০ বর্গফুট জায়গা রয়েছে। এখানেই সব শিক্ষার্থীদের থাকা-খাওয়া এবং পড়াশুনার ব্যবস্থা করা হবে।
মাদরাসায় পড়ার ক্ষেত্রে কোন বয়স সীমা নির্ধারণ করে দেয়া হয়নি অর্থাৎ হিজড়া জনগোষ্ঠীর যে কোন বয়সের মানুষ এই মাদরাসায় ভর্তি হতে পারবেন। এখানে পড়াশুনা করতে শিক্ষার্থীদের কোন খরচ গুণতে হবে না।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, মরহুম আহমদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে মাদরাসাটির যাবতীয় কার্যক্রম চলবে।
এই মাদ্রাসাকে কেন্দ্র করে হিজড়া জনগোষ্ঠী সম্মানজনকভাবে সমাজে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করেছেন সূধীজন।
এদিকে হিজড়া (তৃতীয় লিঙ্গের) জনগোষ্ঠীকে সম্মানজনকভাবে সমাজে প্রতিষ্ঠিত করার এবং তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. জয়নুল আবেদীন, মহাসচিব মো. জাকির হোসেন গোপালগঞ্জী, ফরিদপুর জেলা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক কল্যাণ সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন (এম.এস.এস) প্রমুখ।
উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের জরিপে দেখা যায় যে, বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার। তবে বেসরকারি সংস্থাগুলোর মতে এই সংখ্যা ৫০ হাজারের বেশি।