দেশের পথে সাদেক হোসেন খোকার লাশ
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৬ ২০১৯, ১৩:০০
সাদেক হোসেন খোকার লাশ নিয়ে নিউইয়র্ক থেকে ঢাকার সময় আজ সকল ১০টা ২০মিনিটে এমিরেটস এয়ারলাইন্স যোগে যাত্রা করেছেন পরিবারের সদস্যরা। তার পরিবারের সদস্যগণ ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম সঙ্গে আছেন।
আজ সকালে এক ফেসবুক পোস্টে মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন লিখেছেন, প্রায় সময়ই আব্বু বলতো ‘যেই বাংলাদেশ নিজ হাতে স্বাধীন করেছি সেই দেশে আমাকে কি বাক্স বন্দি হয়ে ফিরতে হবে..’ আব্বু তোমাকে বাক্সে করেই আনতে হচ্ছে। আমার বাবাকে বাংলাদেশে আনা হবে।
নিউ ইয়র্ক থেকে একটি ফ্লাইটে সকাল সোয়া ৮টায় তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। সেখানে বিএনপির সিনিয়র নেতারা দীর্ঘ দিনের সহকর্মীর লাশ গ্রহণ করবেন। এদিকে খোকার মৃত্যুতে আজ বুধবার সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।