দেশব্যাপী টিকাদান কর্মসূচিতে জুড়ী উপজেলায় ব্যাপক উপস্থিতি 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০২২, ২৩:০৯

জহিরুল ইসলাম সরকার, জুড়ী: সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে এক কোটি করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা দান কার্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ীতে টিকা দান কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলার ১৯ টি টিকাদান কেন্দ্রে একযোগে টিকা দান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কর্মসূচী চলে বিকেল ৫ টা পর্যন্ত।

দিনব্যাপী টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ বলেন, সারাদেশে একদিনে এককোটি টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মোট ১৯ টি‌ টিকাদান কেন্দ্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এসব টিকাদান কেন্দ্রে আমাদের প্রায় ১৩০ জন কর্মী কাজ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে এক কোটি করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা দান কার্মসূচি পালনে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল এবং উপজেলার সবগুলো টিকা প্রদান কেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।