দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাও. নিজামপুরী
একুশে জার্নাল
জুন ০৪ ২০১৯, ২৩:৩৯
হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাও. আশরাফ আলী নিজামপুরী দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বাণীতে মাও. নিজামপুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷
তিনি বলেন, ঈদের আনন্দ প্রতিটি মুমিন মুসলমান উপভোগ করবে। তবে খেয়াল রাখতে হবে শরীয়াহ বহির্ভূত কোন কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়।
মাও. আশরাফ আলী নিজামপুরী আরো বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷ রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷ তাহলেই দীর্ঘ একমাসের সিয়াম সাধনা সর্থক হবে।
মাও. নিজামপুরী আরো বলেন, আজ আমরা মহা আনন্দে ঈদ উদযাপন করলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা ইহুদী খিস্টানদের বর্বর হামলার শিকার হচ্ছে। পবিত্র এই মাসেও তাদের উপর বর্ষণ হয়েছে মুহুর্মুহু বোমা আর গুলি!
আমাদের এই আনন্দ মুহূর্তে তাদের যেন ভুলে না যাই। অন্তত পক্ষে দুআর মাধ্যমে হলেও তাদের কথা স্মরণ করি।
সেই সাথে আমাদের আশেপাশে যারা অসহায় অবস্থায় দিনাপাত করে তাদের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেই।
এই সময় মাও. নিজামপুরী দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকল মুসলমানের সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করেন!