দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাদ সাইফুল্লাহ মাদানী

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১২ ২০১৯, ১০:০২

 

অনলাইন ডেস্ক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন আল্লামা ইসহাক মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কেন্দ্রীয় সদস্য সচিব, মুক্তধ্বনি গ্রুপের চেয়ারম্যান, সর্বাধিক প্রচারিত ইসলামিক পত্রিকা তাবলীগ বার্তা সম্পাদক ও আরব বিশ্বের জনপ্রিয় এফএফ আলিফ আলিফ এর বাংলাদেশী মেম্বার শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। রবিবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। এছাড়াও ওই বিবৃতিতে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আল্লাহ তা’য়ালার নির্দেশ পালনার্থে মুসলিম উম্মাহ যে ত্যাগের নিদর্শন স্বরূপ তাঁর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় পশু কুরবানির মাধ্যমে ঈদুল আযহা পালন করে থাকেন। যা মুসলিম জাতির পিতা ইবরাহীম আ. এর সুন্নাত। তিনি আল্লাহ হুকুম পলানার্থে প্রাণপ্রিয় সন্তান ইসমাঈল আ. কে কুরবানি দেয়ার প্রয়াস চালিয়ে যে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তা উম্মতে মোহাম্মদী সা. এর জন্য পরবর্তিতে পালনীয় বিধানে পরিণত হয়।

তিনি বলেন, আমাদের কুরবানী ও হজ হোক আল্লাহর জন্য, আত্বা পরিপশুদ্ধির জন্য। লোক দেখানো কাজ থেকে বিরত থেকে কুরবানির প্রকৃত উদ্দেশ্য পালন করার কথাও তিনি বলেন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তিনি আরো বলেন আমরা একে অপরকে শুভেচ্ছা জানাতে এ কথাটি বলতে পারি
تقبل الله منا ومنكم،
তাক্বাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম,
যার অর্থ “আল্লাহ্‌ আমাদের এবং আপনাদের (সৎকর্মগুলো) কবুল করুন” নবী কারীম সা. এবং সাহাবীরা ঈদের দিন এই কথাটির মাধ্যমেই একে অপরের মাঝে শুভেচ্ছা বিনিময় করতেন। পবিত্র ঈদুল আযহার সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।