দেশত্যাগী নাস্তিকদের অ্যাসাইলাম দেওয়া জার্মানির রাষ্ট্রদূত এবার ফরীদ উদ্দীন মাসঊদের বাসায়

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৪ ২০১৮, ১০:৩২

শাহবাগ আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও সাদ-অনুসারী ভিন্ন ধারার আলেম হিসেবে আলোচিত শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ।

সোমবার (৩ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ফরিদ উদ্দীন মাসউদের দল বাংলাদেশ জমিয়তুল উলামা।

প্রসঙ্গত, বাংলাদেশের ইসলাম বিরোধী দেশত্যাগী নাস্তিক ব্লগারদের উল্লেখযোগ্য একটি সংখ্যা জার্মানিতে আশ্রয় নিয়েছ। এদের মধ্যে শাহবাগ আন্দোলনের কট্টর ইসলাম বিরোধী কয়েকজন ব্লগারের নামও শোনা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিটার ফারেন শনিবার টঙ্গীতে তাবলিগের দুই পক্ষের মধ্যে সংঘটিত ভয়াবহ সংঘর্ষকে একটি দুঃখজনক অধ্যায় বলে উল্লেখ করেন। এতে আইএসের (ইসলামিক স্টেট) কোনও সংযুক্তি আছে কিনা জানতে চাইলে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘বাংলাদেশে কোনও আইএস নেই। তবে জামায়াতে ইসলামী আছে। প্রকৃত ইসলামী দলগুলোর মধ্যে এরা ঘাঁপটি মেরে সুযোগের অপেক্ষায় থাকে। টঙ্গীতেও এমন কোনও ঘটনা ঘটে থাকতে পারে। বিচার বিভাগীয় তদন্ত হলে সঠিক বিষয়টি নিশ্চয়ই বেরিয়ে আসবে।’

তাবলিগ জামায়াতের বিষয়ে পিটার ফারেন আরো বলেন, ‘মুসলমানদের নিজেদের বিষয়ে আরও সহিষ্ণু হওয়া উচিত। শান্তির ধর্মের গায়ে কোনও আঁচড় লাগানো ঠিক নয়, যা হচ্ছে তা খুবই নিন্দনীয়। শান্তিপ্রিয় তাবলিগের এ দ্বন্দ্বে আমরা বিস্মিত।’

জার্মান রাষ্ট্রদূত মানবকল্যাণে মাওলানা মাসঊদের শান্তি বিষয়ক ফতোয়ার প্রশংসা করতেও ভুলেননি। তিনি ফরীদ উদ্দীন মাসঊদকে জার্মানিতে একটি সেমিনারে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘বিশ্বের ইসলামিক স্কলাররা জার্মানিতে আসেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এই ফতোয়াও ভূমিকা রাখবে।’

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের সঙ্গে বাংলাদেশে আসন্ন নির্বাচনের বিষযেও মতবিনিময় করেন।