দেওবন্দ মাদরাসা ছাত্রদের ট্রেনে সফর না করার নির্দেশ
একুশে জার্নাল
জানুয়ারি ২৩ ২০১৯, ১৬:৩০

১২৬ বছরের পুরনো বিদ্যাপীঠটি শিক্ষার্থীদের প্রতি তাদের এই বিশেষ সতর্কবার্তায় বলেছে, আসন্ন ২৬ জানুয়ারি নির্ধারিত সবকিছু শেষ করে প্রত্যেক ছাত্রই তাদের আবাস ভবনে ফিরে আসবে এবং প্রয়োজন ছাড়া কোনরকম ট্রেন সফর করবে না।
সতর্কবার্তায় আরো বলা হয়, এই দিনটিতে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের তৎপরতা থাকে প্রচুর। দু’বছর আগে এই দিনে কিছু ছাত্রকে পুলিশ গ্রেফতার করে অনেক হয়রানি করেছে। তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। এছাড়াও কিছু শিক্ষার্থীকে কেবল হয়রানিই করেনি, একটি বিশেষ দলের পক্ষ থেকে সেই শিক্ষার্থীদের হত্যার হুমকিও দিয়েছে৷ তাই অতি বিশেষ প্রয়োজন ছাড়া এদিনে কেউ যেন ট্রেনে সফর না করে।
এ বিষয়ে দারুল উলূম সব শিক্ষার্থীদের কঠিনভাবে সতর্ক করেছেন। বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে সফর না করে। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে কাজ শেষে তাড়াতাড়ি যেন ফিরে আসে। এসময়ে চেকিংসহ নানা রকম জিজ্ঞাসাবাদ করে প্রশাসন। যার কারণে পেরেশানি হতে হয় মাদ্রাসা ছাত্রদের। তাই ভয় ও আতঙ্কের মধ্যে পড়তে হয় অনেক সময়।
মুফতি আসাদ কাসেমী বলেন, শুধু শুধু যেন এমন হয়রানির শিকার না হয় তাই দারুল উলুম এমন নির্দেশনা জারি করেছে।
দারুল উলূম দেওবন্দের মুফতি আসাদ কাসেমী বলেন, ’ইয়াওমে জমহুরিয়া’ উপলক্ষে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবের সঙ্গেঘুরতে চলে যায়। এবার যেন এমনটা না হয়। প্রয়োজন ছাড়া বাইরে সফর না করাই শ্রেয় বলে জানান তিনি।
উৎস-যুগান্তর