দেওবন্দের আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৯ ২০২০, ০৮:৫৫

বিশ্বসেরা ক‌ওমী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ছেলে হাসান পালনপুরী নিজস্ব ফেইসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন এবং ভারতের জনপ্রিয় আলেম মাওলানা আব্দুল আলীম ফারুকী দেওবন্দের মাকতাবা হেজাযের ম্যানেজার কাসেম আহমদ পালনপুরীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন। এছাড়াও আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরীর প্রিয়তম ছাত্র ও খাদেম মুফতি উমর ফারুক সন্দিপীসহ তাঁর বাংলাদেশী ছাত্রগণ মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেছেন।

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস প্রদানকারী, উস্তাযুল আসাতেযা, শাইখুল হাদিস, মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ও ভক্তবৃন্দ।

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্য জনিত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিউতে] স্থানান্তর করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।