দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে ফরিদপুর ভাঙ্গা উপজেলা প্রশাসন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ১১:০৬

ফরিদপুর জেলা প্রতিনিধি; দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত, বেকার, দুস্থদের মাঝে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসন। জানা যায়, পৌরসভাসহ ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত, বেকার,এবং হত-দরিদ্রেদের দ্বারে দ্বারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন কিনা তার নিয়মিত তদারকি করছেন ভাঙ্গা উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তারা। সরকারের ঘোষিত ত্রান সামগ্রী ইতোমধ্যে সুষ্ঠু বন্টনের মাধ্যমে হত-দরিদ্রের দোড় গোড়ায় পৌছে দিচ্ছেন তারা।
ভাঙ্গা উপজেলা-চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান অাল-হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল রহমান খান, এসিল্যান্ড মোঃ অাল-অামিন। অতিরিক্ত পুলিশ সুপার এডিসনাল এসপি গাজী মোঃ রবিউল ইসলাম,ভাঙ্গা থানার (অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমানসহ কর্মকর্তারা এই ত্রান সামগ্রী ঠিক মতো পৌছে দিচ্ছেন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা -চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন-আমার উপজেলায় যেখানেই খাদ্য সংকট দেখা দিবে সেখানেই আমরা ছুটে যাবো, আমাদের মাননীয় সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান তিনি জানান-সরকারের নির্দেশনা মোতাবেক অামাদের টিম সর্বদা নিরলসভাবে মাঠে কাজ করে চলেছে।এ দুর্ভোগ কালীন মুহুর্তে সকলের ঐক্যবদ্ধ প্রচেশ্টায় এ সংকট থেকে উত্তরন করা সম্ভব।
এ ছাড়া ও আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমরা তৎক্ষণাৎ ভাবে সেখানে ছুটে যাবো।