দুলারহাটে কিশোর-কিশোরীদের নিয়ে দক্ষ ও নেতৃত্ব বিষয়ক কর্মাশালা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ১৮ ২০২০, ১৩:৩২

মোবাশ্বের জেলা সংবাদদাতাঃভোলার দুলারহাট থানায় পরিবার উন্নয়ন সংস্থা (FDA) এর আয়োজনে কৈশোর কর্মসূচির আওতায় কিশোর-কিশোরী ক্লাব/ ফোরামের সদস্যদের নিয়ে দক্ষ ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই মার্চ) সকালে পরিবার উন্নয়ন সংস্থার দুলারহাট শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক হারুনুর রসিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অফিসার, ডাঃ ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন, পুষ্টিবিদ মাহমুদুল আলম শাওন,কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার আল-আমিন, রেজাউল করিম সহ অনেকে।
পরে বক্তারা,সাম্প্রতিক করোনা ভাইরাস সহ কিশোর-কিশোরীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ও সমসাময়িকী ব্যাপার নিয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।