দুর্গাপুরে ২০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আ.লীগ নেতা তাপস
একুশে জার্নাল
এপ্রিল ০১ ২০২০, ২০:৪৮
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইউনিয়নের ১৩টি গ্রামের দুই’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের বড় ছেলে আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম তাপস।
বদরুল ইসলাম তাপস জানান, সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হতদরিদ্র সাধারণ লোকজনের বাড়ির বাইরে যাওয়াও বন্ধ হয়ে যায়। এ কারণে খাদ্য সংকটে পড়েন সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো। তাদের দুবেলা-দুমুঠো খাবারের জন্য প্রতিদিনই শ্রম বিক্রি করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুই’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম খসরু ও সাবেক ছাত্রনেতা নওশাদ আলী প্রমুখ।