দুর্গাপুরে ভূমি অফিসের দ্বিতলা ভবনের  ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০২০, ১৮:২৭

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ভূমি অফিসের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,

আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

ঠিকাদারী প্রতিষ্ঠান মীম ডেভলপমেন্টের ব্যবস্থাপক জানান, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হবে। সেই সাথে বাউন্ডারি ওয়াল ও উন্মুক্ত স্থানে শুনানির জন্য একটি ঘর থাকবে। এ বছরের মধ্যেই ভবনটির নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি।