দুর্গাপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার
একুশে জার্নাল
মার্চ ২০ ২০২০, ০১:১৬
চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামী রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম রেজা দুর্গাপুর পৌরসভার পারচৌপুকুরিয়া গ্রামের মৃত আলফু খলিফার ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্গাপুর সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে দুর্গাপুর থানার পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, এনআইএ্যাক্ট-১৮৮১ সালের ১৩৮ ধারার একটি মামলায় রাজশাহীর যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিজ্ঞ বিচারক পৌর কাউন্সিলর সেলিম রেজার বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ৫ লাখ ৮০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন।
রায়ের দিন আসামী সেলিম রেজা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কণা।