দুর্গাপুরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজারে ইউএনও
একুশে জার্নাল ডটকম
মার্চ ২১ ২০২০, ১৯:৩৭
দুর্গাপুর প্রতিনিধি: কোভিড-১৯ বা কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে গুজব ছড়িয়ে মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারেন এ জন্য পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিংয়ে নেমেছেন ইউএনও মহসীন মৃধা।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর সহ উপজেলার বেশ কয়েকটি বাজার মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
ইউএনও মহসীন মৃধা জানান, দেশে কোরোনা ভাইরাস সংক্রমণের সুযোগে গুজব ছড়িয়ে মুনাফালোভী ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতে পারেন এ জন্য পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর খবর আসলেও দুর্গাপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে মুনাফালোভী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে জন্য বাজার মনিটরিং অব্যাহত থাকবে।