দুই মাস ধরে নিখোঁজ সিলেটের তরুণ আলেম মাহফুজুর রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০২২, ১৯:১৮

দুই মাস ধরে নিখোঁজ সিলেটের তরুণ আলেম হাফিজ মাওলানা মাহফুজুর রহমান তামিম (২৮)। দীর্ঘ প্রায় দুই মাস যাবত তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নিখোঁজ হাফিজ মাহফুজুর রহমান  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবদুল হাফিজের ছেলে।

নিখোঁজ হাফিজ মাহফুজুর রহমান তামিমের পিতা মাওলানা আবদুল হাফিজ জানান, গত ৬ অক্টোবর তেঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তামিম তার স্ত্রীকে নিয়ে সিলেটের বাসায় যায়। পরদিন ৭ অক্টোবর সে ঢাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে গিয়ে আর ফেরেনি। তামিমের ব্যবহৃত মোবাইল ফোন (যার নং-০১৭৫২০৭৪৫৪১) বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় আমরা তার চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছি।

এ ঘটনায় গত ২৪ নভেম্বর জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১১২০।

এ বিষয়ে ২০ ডিসেম্বর মঙ্গলবার নিখোঁজ হাফিজ মাওলানা মাহফুজুর রহমান তামিমের পিতা প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবদুল হাফিজ বলেন, যদি কেউ আমার ছেলে মাহফুজুর রহমান তামিমের সন্ধান পান, তাহলে আমার এই মোবাইল (০১৭১২১৪০৭০৫ ) নাম্বারে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি।