দুই মাদরসা ছাত্রের নিখোঁজ সংবাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৯ ২০১৮, ২১:২৪

গতকাল শুক্রবার ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকা থেকে আল আমিন (৯বছর) ও মুজাক্কির হুসেন (১০বছর) নামের দুইজন নুরানী মাদরাসার ছাত্র হারিয়ে গিয়েছে।
গতকাল বিকেলে বাসার পাশের দোকানে মোবাইলে টাকা পাঠাতে গিয়ে ওরা আর ফিরে আসেনি।

ওদের মধ্যে আলআমিন এর গ্রামের বাড়ি ধর্ম নগর, গোরারাই বাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ।

আল আমিন

মুজাক্কির হুসেনের গ্রামের বাড়ী গোত গা, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

মুজাক্কির হুসেন

কোন ব্যাক্তি এই দুই ছেলের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নাম্বার-01732555314

-বিজ্ঞপ্তি