দীনের দায়ী দুই বন্ধু
একুশে জার্নাল
মার্চ ৩০ ২০১৮, ১০:১৬
মুহাম্মাদ তাওহিদ: হাবিবুর রহমান মিসবাহ,খুবই পরিচিত একটি নাম।সারা বাংলায় যার পরিচিতি ব্যাপক।বর্তমান সময়ে সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিল বা প্রোগামে হাবিবুর রহমান মিসবাহ সাহেবের নাম নিতে গেলে আরেকটা নাম আসবেই,তিনি হলেন সালাহুদ্দীন মাসউদ।যাকে সামনা সামনি বেশি না দেখা গেলেও অধিকাংশ সময় ভিবিন্ন ওয়াজ মাহফিল বা ফেসবুক লাইভে ক্যামেরার পিছনেই দেখা গেছে বেশি।দেশের প্রতিটি প্রান্তে প্রান্তেই দীনের বাণী পৌছে দিচ্ছেন এই দুই বন্ধু যুগল।
পাশাপাশি টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পেও তাদের সাহায্যের ব্যাপক হাত রয়েছে অভূতপূর্ব। বর্তমান এই যুগে দীনের খাতিরে তাদের বন্ধুত্বেরর দৃষ্টান্ত বিরল।আজীবন টিকে থাক তাদের বন্ধুত্ব।