দীঘিনালায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৪:১৮
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ৫ম শ্রেণির এক শিশু ধর্ষণ শিকার হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটির বয়স ১০ বছর। ধর্ষণের অভিযোগে শহীদুল ইসলামের বিরুদ্ধে দীঘিনালা থানায় অভিযোগ করেছে শিশুর স্বজনরা। ধর্ষক শহীদুল ইসলাম ছোট মেরুং বাজার সংলগ্ন ২ নং কলোনীর আলী আহম্মদের পূত্র।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান,‘‘আমি সারাদিন কাজে বাড়ির বাইরে ছিলাম। সন্ধ্যায় বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। ধর্ষক শহীদুল ইসলাম আমার মেয়ে নিয়ে হারানো মোবাইল খোঁজা অজুহাতে ৩নং এলাকার জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানার পর থানায় এসে বিষয়টি জানায়েছি। ’
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,‘ র্ধষণের শিকার শিশুর স্বজন থানায় এসে অভিযোগ করেছে। ধর্ষককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে । এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে ।’