দীঘিনালায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৬:৫৩

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও খেটে-খাওয়া লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বেলা ৩ ঘটিকায় দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে চাল, ডাল, আলু, তেল ও লবন তথা ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাওসার আলম সরকার প্রমূখ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে রেট ক্রিসেন্ট সোসাইটি দীঘিনালা ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা প্রয়োজনে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবো।