দীঘিনালায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৫ ২০২০, ২২:৩৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোটমেরুং এলাকায় অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচি’র চাল মজুদের অভিযোগে গত ১৩ এপ্রিল ১ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযুক্ত ডিলার মোঃ জহির হোসেন পলাতক রয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা ও সিএইচটি বাংলাদেশ’এ পৃথকভাবে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও ভগ্নিপতি মোঃ আবদুর রহমান।

এ বিষয়ে মোঃ ইদ্রিছ আলী দীঘিনালা থানায় নিজের আত্মসম্মান ও জীবনের নিরাপত্তার দিক বিবেচনা করে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-৫৬২/২০২০।

এ বিষয়ে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলী বলেন’ সংবাদ প্রকাশের জেরে আমাকে পলাতক মোঃ জহির ও তার আত্মীয় স্বজন বিশেষ করে তার ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও দুলাভাই মোঃ আবদুর রহমান আমাকে শেষ করে দেওয়া অথবা দীঘিনালা ছাড়া করার হুমকি দিচ্ছে। এজন্য আমি দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করেছি৷ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকি দিয়ে আসছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র পরিবারের লোকজন৷