দীঘিনালায় ব্যক্তি উদ্যোগে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ১৫ ২০২০, ০৭:৫৩

বিশ্ব মহামারির এ পরিস্থিতিতে সারাবিশ্ব যখন অচল হওয়ার পথে, তখন বাংলাদেশও বাকী নয়। এরইমধ্যে বাংলাদেশেও ক্রমশ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রোগী ও মৃত্যুর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালায় অবরুদ্ধ, অসহায়, দিনমজুর ও নিম্ন আয়ের ৮০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের একদল কর্মী।
১৪ ফেব্রুয়ারী (বুধবার) এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগের ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগ কর্মী মোঃ রাসেল, মোঃ পারভেজ, মোঃ ইউনূছ, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
এতে ত্রাণ পেয়ে সন্তুষ্ট এলাকার অসহায় ও নিম্ন আয়ের লোকজন।