দীঘিনালায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১২ ২০২০, ২০:৩৮

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি: দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং খেলার মাঠে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন’র সভাপতিত্বে ও দীঘিনালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল আদনান কবির পিবিএম (বার) পিএসসি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু, ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আবদুর রহমান, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক।

উদ্বোধনী ফুটবল ম্যাচে হিল টাইগার সোবহানপুর – ছোট মেরুং পাড়া একাদশকে ০-৫ গোলে হারায়।