দীঘিনালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৫ ২০২০, ২০:৫৭

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন হাজাধন মুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানোয়ারা বেগমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী৷

বিদ্যালয়ে নানা অজুহাতে অনুপস্থিত, সরকারি বই বিতরণে অর্থ গ্রহণ, বিদ্যালয় পরিচালনায় কমিটিকে অবমূল্যায়ন সহ নানা অভিযোগ রয়েছে সানোয়ারা বেগমের বিরুদ্ধে৷

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে শিক্ষকসংকট ও যাতায়াতের সমস্যা দীর্ঘদিনের৷ বিদ্যালয়টিতে মোট শিক্ষক রয়েছে ৪জন৷ তারই মাঝে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানোয়ারা বেগম অনুপস্থিত। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্থানীয় অবিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আবু চাঁন বলেন “ইতিপূর্বে এ বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ছিলো এবং এ বিদ্যালয়ের অনেক সুনাম ছিলো। কিন্তু সানোয়ারা বেগম দ্বায়িত্ব নেওয়ার পর থেকে এ বিদ্যালয় শিক্ষা ও নিয়মানুবর্তিতার দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে। ওনি সপ্তাহে ২ দিনও স্কুলে আসেননা এটাই মূল সমস্যা।

বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্র বলেন, আমাদের স্কুলে নিয়মিত ক্লাস হয়না এজন্য আমি নিয়মিত স্কুলে যাইনা৷

বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ রাসেল অভিযোগ করে বলেন, সানোয়ারা বেগম প্রায়সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন৷ বিদ্যালয় পরিচালনা সম্পর্কিত কোন সভায় আমাকে জানানো হয়না৷ উনি উনার ইচ্ছামতো স্কুলে আসেন। এ বিষয়ে প্রশ্ন করলে নানা অজুহাত দেখিয়ে বুঝিয়ে দেন৷

 

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে হাজাধন মুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার বেগম বলেন, আমি খাগড়াছড়ি থেকে প্রতিদিন স্কুলে যাতায়াত করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন৷

দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিনহাজ উদ্দীন বলেন, সানোয়ারা বেগমের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ আমার নিকট করা হয়নি। এ বিষয়ে কোন অভিযোগ করা হলে তা খতিয়ে দেখা হবে৷