দীঘিনালায় আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
একুশে জার্নাল ডটকম
জুন ২৩ ২০২০, ১৪:০৩
খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) বেলা ৯.৩০ ঘটিকায় দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য নেতা মোঃ জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন প্রমূখ।