দীঘিনালায় অবৈধভাবে জমির টপ সয়েল তোলার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ২১ ২০২০, ১৯:৪০
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আবাদী জমির টপ সয়েল তোলা ও পাহাড়ের পাদদেশ কেটে অন্যত্র মাটি ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
শনিবার (২১ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার মধ্য বেতছড়ি এলাকার জামাল ও মান্নানের বাড়ি সংলগ্ন আবাদী জমি ও পাহাড়ের পাদদেশ কেটে অন্যত্র ভরাটের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আইন-১৯৯৫ এ প্রভাবশালী মোঃ রাকিব’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ
এ সময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মানবতাবাদী মোঃ আবদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, অবৈধভাবে টপ সয়েল তোলা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
যেকোন ধরনের পাহাড় ও পাহাড়ের পাদদেশ কাটা বে-আইনি ও শাস্তিযোগ্য অপরাধ।