দীঘিনালায় অজ্ঞাত রোগে আরো ১৫ শিশু আক্রান্ত
একুশে জার্নাল
এপ্রিল ০৮ ২০২০, ২২:৪৯

আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অজ্ঞাত রোগে আবারো ১৫ (পনেরো) শিশু আক্রান্ত হয়েছে।
বুধবার সকালে এসব শিশুদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের বাড়ী দীঘিনালা উপজেলার রথিচন্দ্র কার্বারী পাড়া গ্রামে। এসব শিশুদের গায়ে লাল ফোস্কার মতো দাগ এবং প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলো। এর আগে অজ্ঞাত রোগে আক্রান্ত ওই গ্রামে সেনাবাহিনী এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথ চিকিৎসাসেবা পরিচালনা করে। এসময় ২ শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জানা যায়, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ১৫ শিশু। তাদের শরীরে প্রচন্ড জ্বর এবং লাল ফোস্কার মতো দাগ রয়েছে।
এদিকে, এঘটনায় ২১ মার্চ শনিবার রাতেই ধনিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু মারা যায়। ধনিতা ত্রিপুরা রতিচন্দ্র কারবারী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এছাড়া ৪৮ শিশু দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে দুর্গম রতিচন্দ্র কারবারী পাড়া গ্রামের। গত ২২ মার্চ থেকে এলাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, এলাকার শিশুদের গায়ে প্রচন্ড জ্বর, গায়ে লাল ফোস্কার মতো দাগ এবং চোখ মুখ লাল।
এব্যাপারে অজ্ঞাত রোগে আক্রান্ত প্রান্তি ত্রিপুরার পিতা চরণ বিকাশ ত্রিপুরা জানান, গত ২২ মার্চ রোববার থেকে থেকে এলাকায় এরোগ দেখা দেয়। গত বুধবার থেকে আমার মেয়ের শরীরে প্রচন্ড জ্বর আসে। চোখ মুখ লাল হয়ে যায়।
এব্যাপারে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, ভর্তিকৃত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং আগামী শনিবার থেকে ওই গ্রামে গ্রামের সকল শিশুদের (৬-১৩ বছর) হামের টিকা দেয়া হবে।