দিল্লির আচরণে প্রতিবেশীরা দুর্ভোগ পোহাচ্ছে; ইমরান খান
একুশে জার্নাল ডটকম
মে ২৮ ২০২০, ১৩:৫৪
ভারতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার শান্তিতে হুমকি হয়ে দেখা দিয়েছে বলে বিশ্ববাসীকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের ‘আগ্রাসী’ ও ‘সম্প্রসারণবাদ’ শান্তিতে কিভাবে হুমকি হয়ে উঠেছে।
বুধবার তিনি জোর দিয়ে বলেছেন, দিল্লির আচরণে শুধু ইসলামাবাদ নয়, এ অঞ্চলের অন্যান্য দেশও দুর্ভোগ পোহাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, বুধবার ইমরান খান টুইট করে আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেন।
অন্যদিকে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত পিটিভিতে বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটে লিখেছেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ মোদি সরকার সম্প্রসারণবাদী অহংকারি নীতি গ্রহণ করায় তারা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে তারা সমস্যা সৃষ্টি করেছে নাগরিকত্ব আইন নিয়ে। নেপাল ও চীনের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে সীমান্ত নিয়ে। আর পাকিস্তানকে হুমকি দিচ্ছে মিথ্যে ফ্লাগ অপারেশন চালানোর হুমকি দিয়ে।