দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৬ ২০২০, ১৫:২৮

ভারতে উগ্রপন্থী হিন্দু কর্তৃক মুসলমানদের নির্মম হত্যা, অমানবিক নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগ এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমন প্রত্যাহারের প্রতিবাদে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে ঢাকাদক্ষিনের তৌহিদি জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম’আ ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়। এ সময় ঢাকাদক্ষিণ বাজারের পার্শবর্তী বিভিন্ন মসজিদ থেকে মুসলিম জনতা বিক্ষোভ মিছিল সহকারে ঢাকাদক্ষিণ চৌমুহনীতে এসে পথসভায় মিলিত হয়।

ঢাকাদক্ষিণ পশিম বাজার জামে মসজিদের ইমাম খাইরুজ্জামানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন দত্তরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খায়রুল আমিন মাহমুদি, মাওলানা বুরহান উদ্দিন,শ্রমিক নেতা আব্দুল করিম। উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার চেয়ারম্যান তুহিন আহমদ, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, জাবেদ মাহবুব, দেলোয়ার হুসাইন মান্না, ফারহান মাসুদ আফসর।

ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি ময়নুল ইসলাম খানের দোয়ার মধ্য দিয়ে পথসভাটি সমাপ্তি হয়।