দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগরে প্রতিবাদ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৯ ২০২০, ০০:৩৪

ভারতের দিল্লীতে মুসলিমদের উপর নির্মম হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলসমূহ।

ভারতের দিল্লিতে মুসমানদের উপর চালানো গণহত্যা, ধর্ষণ, নির্যাত, ও মসজিদ ঘর বাড়ি জ্বালিয়ে দেয় উগ্রবাদী হিন্দুরা, দিন দুপুরে মুসলিম মা বোনদের উপর হায়নার মত ঝাঁপিয়ে পড়ার মত ভয়াবহ দৃশ্য ও দেখা যায় দিল্লির রাস্তায়, দিল্লির পুলিশের এই নির্মমতার কথাও উঠে আসে বিবিসি সহ গণমাধ্যমে।

আজ রবিবার (৮মার্চ) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে হাজারো মুসল্লীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করে সমমনা ইসলামী দলসমূহ।

বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তারা বলেন, আমরা কওমি-আলিয়া আজ ঐক্যবদ্ধ হয়েছি সন্ত্রাসী মোদির বিরুদ্ধে। দিল্লীতে মুসলমানদের উপর হামলা, হত্যা আর মসজিদে অগ্নিকান্ডের মূল হোতা মোদি যদি মুজিববর্ষে বাংলাদেশে তাহলে আমরা তৌহিদি জনতা সারা বাংলাদেশকে অচল করে দেব। ১৭ মার্চ মোদি বাংলাদেশে পা রাখার সাথে সাথেই পুরো শাহজালাল বিমানবন্দরে রক্তের বন্যা বইবে। আর এর সম্পূস দায় সরকারকেই নিতে হবে।

বক্তারা আরও বলেন, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে সেই খুনি মোদি বাংলাদেশে আসতে চাইলে আমরা ১৮ কোটি মুসলমান বাংলাদেশকে অচল করে দিবো। আমরা চেয়েছিলাম স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা আনন্দের সাথে অংশগ্রহণ করবো। কিন্তু সেই অনুষ্ঠানে খুনি মোদিকে আমন্ত্রণ জানিয়ে জাতির পিতার আত্নাকে কষ্ট দেওয়া হচ্ছে।