দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
একুশে জার্নাল ডটকম
মার্চ ০১ ২০২০, ১৬:৪১
ভারতের দিল্লিতে পরিকল্পিত মুসলিম গণহত্যা, মসজিদ, মাদরাসা ও মুসলিম ঘরবাড়ীতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
গতকাল ২৯ ফেব্রুয়ারি শনিবার লন্ডন খিদমাহ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সেক্রেটারি ব্যারিস্টার মাওলানা বদরুল হক,যুক্তরাজ্য শাখার সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,প্রমুখ।
দিল্লিতে মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের নির্মম হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কে অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন,ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে পরিকল্পিত মুসলিম গণহত্যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। অবিলম্বে ভারতের দিল্লীতে চলমান মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে।বর্বরোচিত এই মুসলিম গণহত্যা বন্ধে বর্তমান মোদি সরকার ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন,
মুজিব বর্ষ উদযাপনে নামে মুসলিম গণহত্যার খলনায়ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে বাংলাদেশে আনার ষড়যন্ত্র করা হলে স্বাধীনতা প্রেমিক শান্তিপ্রিয় জনতা কঠিন প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।যে কোন মূল্যে বাংলাদেশে মোদির আগমন প্রতিহত করতে দেশের জনগণ প্রস্তুত রয়েছে।