দিরাইয়ের প্রবীন আলেম মুজ্জাম্মিল আলীর জানাযা ও দাফন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২১ ২০২০, ১৮:২০

সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষগড়ার কারিগর হযরত মৌলভী মুজ্জাম্মিল আলীর (ছাতকী হুজুর) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত (১৯ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩টায় দৌলতপুর মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযের ইমামতি করেন তাঁর বড়ছেলে মাওলানা সিরাজুল হক।জানাযার নামাজে দিরাই উপজেলাসহ সিলেট ও সুনামগঞ্জের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাযাপূর্ব আলোচনায় বক্তারা বলেন,হযরত মুজ্জাম্মিল আলী একজন আলোকিত ব্যক্তিত্ব ও মানুষ গড়ার কারিগর ছিলেন।ভাটি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি আজীবন কাজ করে গেছেন।সাধারণ শিক্ষা ও কওমী মাদ্রাসা শিক্ষার বিকাশ ও বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। মসজিদ, মাদ্রাসা-মক্তব প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করেছেন।সমাজ সংস্কারক ও দুনিয়াবিমুখ ছিলেন।

দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার সহসভাপতি শায়খ মাওলানা মুহিউদ্দিন কাসেমী ও হজরতের ছেলে জামেয়া কাসিমূল উলূম দরগাহ সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা জামীলুল হকের পরিচালনায় জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনাপর্বে বক্তব্য পেশ করেন ও উপস্থিত ছিলেন,দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান,দিরাই জামেয়ার সাবেক মুহতামিম, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সহসভাপতি মুফতি শফীকুল আহাদ শাকিতপুরী,দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদ্রাসার নায়বে মুহতামিম শায়খ মাওলানা তাহির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ,শায়খুল হাদিস মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী,বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ও দিরাই চান্দিপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন আহমদ,সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট আশকর আলী,নারায়নকুড়ি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিফজুর রহমান,জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ,দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান এওর মিয়া, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ আলী,জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ,সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম,বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক,জগদল মাদ্রাসার মুহতামিম মাওলানা রায়হান উদ্দিন, জাউয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই,হাসনাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নোমান আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম,সিলেট জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দিন আহমদ, দারুল উলূম সিলেটের শিক্ষাসচিব মাওলানা বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,জামেয়া ফারুক্বিয়্যাহ সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা আমিনুল মতিন মুজাহিদ,সুনামগঞ্জ আমবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আশরাফ হোসাইন, সাকিতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান, নোয়াপাড়া দৌলতপুর মহিলা মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,নগদীপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান, সিকন্দরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুজ্জামান,ধীতপুর মাদ্রাসা মুহতামিম মাওলানা জাকির হোসাইন,বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এবিএম নোমান,জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ,এনআইএম সুহেল চৌধুরী,হযরতের ভ্রাতুষ্পুত্র সমাজসেবক কবির আহমদ,বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক মাওলানা মুশাররফ হোসাইন,ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ,ছাতক উপজেলা বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীর,যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম,দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী,দিরাই উপজেলা যুবলীগ নেতা ফয়সল আহমদ,জগদল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন টিপু,ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ রশীদ মুশতাক, বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুঈনুল ইসলাম এলমান, যুব জমিয়ত নেতা ও পুকিডর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবিদুর রহমান,দিরাই উপজেলা যুব জমিয়ত নেতা কামরুল হাসান জগলু, বাংলাদেশ খেলাফত মজলিস জগদল ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুর রহমান,জমিয়ত নেতা এমদাদুল হক আরকান, মাওলানা শিহাব উদ্দিন,শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সুয়েব খান প্রমুখ উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।