দায়িত্ব নিয়েই গভীর রাতে নগর পরিচ্ছন্নতায় মেয়র আরিফুল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৮ ২০১৮, ২১:৪৩

দ্বিতীয় মেয়াদে আজ সোমবার (০৮ অক্টোব)সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েই রাতে পরিচ্ছন্নতা কর্মীর সাজে নগর পরিচ্ছন্নতায় নামলেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (৮ অক্টোব) বেলা সাড়ে তিনটার দিকে নগর ভবনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন আরিফুল হক চৌধুরী। আর মধ্যরাতে রাস্তায় নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীর সাজে। এসময় তিনি ফুটপাতের ওপরে অবৈধ দখলদারদের রাখা সরঞ্জামাদি ও ত্রিপল অপসারণ করেন।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্ট এলাকায় মেয়র আরিফ এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় পরিচ্ছন্নতা বিভাগের প্রধান হানিফুর রহমান, গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা তার সঙ্গে ছিলেন।