দায়িত্বশীলদের পারস্পরিক সম্পর্ক উন্নত করতে হবে : ওমানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৬ ২০১৯, ১৫:২৫
ইবনে সালেহ, ওমান থেকে: সংগঠনের শাখা গতিশীল করতে দায়িত্বশীলদের পারস্পরিক সম্পর্ক সাহাবায়ে কেরামের মত হতে হবে। যে শাখার দায়িত্বশীলদের মধ্যে একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক হবে সেই শাখা তত বেশী মজবুত হবে।
শাখাকে মজবুত এবং গতিশীল করতে পারস্পরিক সম্পর্ক উন্নত করার বিকল্প নাই। তাই আমরা প্রত্যেক দায়িত্বশীল অপর দায়িত্বশীলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করব। কোন দায়িত্বশীলের মাঝে ভুল ত্রুটি দেখলে সাংগঠনিক নিয়মে মার্জিত পদ্ধতিতে সংশোধন করার চেষ্টা করতে হবে।
উপরোক্ত বক্তব্য গত ১৪ আগষ্ট বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ত্রৈমাসিক সম্মেলন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মুফতি হোসাইন অাহমদ আশরাফী, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ মোল্লা, সহসভাপতি মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা মীর আহমেদ মিরু, যুগ্ম সেক্রেটারী আলহাজ্ব শেখ মুহাম্মদ সেলিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হোসেন মিরু, সহ প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, সূর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী।
কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলদের মধ্যে সংশ্লিষ্ট শাখার কারগুজারী বলেন, সাহাম শাখার সভাপতি মাওলানা ফানাউল্লাহ, সূর শাখার সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, মুবেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু তাহের, সোহার মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইব্রাহিম, আলহিল শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দিন, মাওয়ালা শাখার সভাপতি হাফেজ মাসুদ এবং জালান বুআলী শাখার পক্ষ থেকে নওমুসলিম মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।
কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মুহাম্মাদ আফছার উদ্দিন, সংগীত পরিবেশন করেন, মুহাম্মদ কামরুল হাসান ও রবিউল হাসান। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।