দারুল কুরআন ছাত্র পরিষদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল
আগস্ট ২৭ ২০১৮, ০৫:১৪
হাবীব আনওয়ার: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন মাদরাসা দারুল কুরআন এর প্রাক্তণ ছাত্রদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে৷
আজ ২৬ ই আগস্ট( রবিবার) বিকেল তিন ঘটিকায় প্রাক্তণ ছাত্র হাফেজ জুনাইদ আহমদে’র সঞ্চালনায়,মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মাজহারুল হক কাসেমীর সভাপতিত্বে মাদরাসার হিফজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠা সন ২০০১ থেকে ২০১৮ সন পর্যন্ত প্রাক্তণ ছাত্রবৃন্দ উপস্থিত ছিল৷ প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে মাদরাসার প্রতিষ্ঠাতা-পরিচালক এবং পরিচালনা পরিষদের নিকট সাত দফা দাবী তুলে ধরেন হাফেজ জুনাইদ আহমদ।
১.দারুল কুরআনের প্রাক্তণ সকল ছাত্রদের ঐক্যের লক্ষে মাদসার পরিচালক মুফতী মাজহারুল হক কাসেমীকে সভাপতি এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদেরকে উপদেষ্ঠামন্ডলী রেখে একটি অরাজনৈতিক ছাত্র সংঘঠন গড়ে তোলা৷
২.প্রতিষ্ঠা সন ২০০১ থেকে চলতি সন ২০১৮ পর্যন্ত যে সকল ছাত্র বেফাক পরীক্ষায় মুমতায হয়েছে তাদেরকে মাদরাসার পক্ষ থেকে কৃতি সংবর্ধণা দেওয়া ৷
৩.প্রাক্তন সকল ছাত্রদেরকে একত্রিত করে মাদরাসার কর্তৃপক্ষের একটি বড় আকারে পূর্ণমিলনী অনুষ্ঠান করা ৷
৪.হাফেজ,আলেম গড়ার কারিগড় হিসেবে মুফতী মাজহারুল হক কাসেমীকে প্রাক্তণ ছাত্রদের পক্ষ বিশেষ সংবর্ধণা দিতে মাদরাসা কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা কামনা৷
৫.দারুল কুরআনের সু-নাম, সু-খ্যাতি বিনষ্ট করতে যে সমস্ত কুচক্রি মহল মাদরাসা ও পরিচালক সাহেবের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষকে জোড়ালো ভূমিকা রাখা।
৬.প্রাক্তণ ছাত্রদের পরস্পর ঐক্য বজায় রাখতে বৎসরে কমপক্ষে একবার মাদরাসার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা ৷
৭.দারুল কুরআনের যে সমস্ত ছাত্র মাওলানা, মুফতী হয়েছেন তাদেরকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা ৷
প্রাক্তণ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন,মুফতী ইলিয়াস আহমদ, মুফতী আশরাফুল হক, মুফতী আবু দারদা, হাফেজ ইলিয়াস আহমদ, মাওলানা শুয়াইব আহমদ,মুহা.শাকিল আহমদ, সানোয়ার হুসাইন, ইয়াসিন আহমদ,মাহদী হাসান,আব্দুল বাকী প্রমূখ ৷
পূণর্মিলনী অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব জালাল উদ্দীন আহমেদ, মাস্টার আব্দুল মুমিন,সাংবাদিক মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷