দারুল করীম মাদরাসা কমপ্লেক্স, ভূজপুর- এর “সবক প্রদান অনুষ্ঠান” সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৯ ২০২০, ১১:৪৯
সদ্য প্রতিষ্ঠিত উত্তর চট্টগ্রামের ভূজপুর থানার প্রাণকেন্দ্র কাজিরহাট বাজারে অবস্থিত বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত “দারুল কারীম মাদরাসা কমপ্লেক্স”- এর হিফজ বিভাগে হিফজোপযুক্ত ছাত্রদের প্রথম পাঠ “সবক প্রদান অনুষ্ঠান” সম্পন্ন হয়, মাদরাসা কমপ্লেক্সে, গতকাল ২৭ জুলাই’২০ ইং, সোমবার বাদ মাগরিব।
ভূজপুর তথা উত্তর চট্টগ্রামের শীর্ষ ওলামা হযরাতের উপস্থিতে উক্তানুষ্ঠানে অংশগ্রহণ করেন, এলাকার আলেম- ওলামা, শিক্ষক- ছাত্র, অভিভাবক- শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠান পরিচালকবৃন্দ।
তন্মধ্যে জামেয়া বাবুনগরের শায়খুল হাদীস ও প্রধান মুফতি এবং ভূজপুর আল মা’হাদুল ইসলামী বালক- বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক আল্লামা মুফতি মাহমুদ হাসান, জামেয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার শায়খুল হাদীস আল্লামা কাসেম, কাজিরহাট এমদাদুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা জুনাইদ বিন জালাল, ফটিকছড়ি তা’লিমুদ্দীন মাদরাসার সাবেক শিক্ষক ও স্থানীয় প্রবীণ বুযুর্গ আলেম মাওলানা মীর মুহাম্মদ হোসাইন ও ভূজপুর আল মা’হাদুল ইসলামী বালক- বালিকা মাদরাসার সহকারী পরিচালক হাফেজ এমদাদের উপস্থিতি সবিশেষ উল্লেখযোগ্য।
আলোচনা ও সবক প্রদান শেষে আল্লামা মুফতি মাহমুদ হাসানের মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হওয়া অনুষ্ঠানের বিশেষ আয়োজনে ছিল, সাধারণ উপস্থিতির জন্য নিবেদিত “নৈশভোজ”!
করোনার নেতিবাচক প্রভাবে বৈশ্বিক মন্দাভাবের মধ্যেও প্রতিষ্ঠার বছর ঘুরে না আসতেই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য উন্নতি, সুনাম/সুখ্যাতির ভূয়সী প্রশংসা করেন সকলেই।
পাশাপাশি এর অন্যতম চালিকা শক্তি হিসেবে নির্ণয় করে- ওলামাগণের সুদৃষ্টি, অভিভাবকের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, দক্ষ পরিচালনা শক্তি, কর্তৃপক্ষের একনিষ্ঠ ত্যাগ এবং সর্বপরি যুগচাহিদার সমন্বয় বলেও উল্লেখ করেন অনেকেই।
তাই সচেতন অভিভাবকের সময়মত সঠিক সিদ্ধান্তেই সহযোগিতার পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে থেকে নিজ সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ আহবান জানিয়েছেন, অনুষ্ঠানে আগত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথি ও পরিচালনা পর্ষদ।