দারুল উলুম দেওবন্দে মজলিসে শূরার দু’দিন ব‍্যাপী বৈঠক : আসতে পারে ব‍্যাপক পরিবর্তন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৪ ২০১৯, ১৩:০৮

ইলিয়াস সারোয়ার:
গতকাল থেকে দারুল উলুম দেওবন্দে শুরু হয়েছে দু’দিন ব‍্যাপী মজলিসে শূরার মিটিং ৷ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই মিটিং এর মাধ্যমে দারুল উলূমের ব্যবস্থাপনায় আসতে পারে ব‍্যাপক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ নানান সিদ্ধান্ত।

একটি সূত্র একুশে জার্নালকে জানায়, মিটিং এর এজেন্ডার মধ্যে রয়েছে- বিগত দু’বছর যাবত সহকারী শিক্ষা সচিব দ্বারা পরিচালিত শিক্ষা অধিদপ্তরের জন্য নতুন ও স্থায়ী শিক্ষা সচিব নির্বাচন নিশ্চিত করা, আগামী শিক্ষাবর্ষের বাজেট, ছাত্রাবাস সমূহের অত‍্যাধুনিক ব‍্যবস্থা, নতুন শিক্ষক নিয়োগ ও ভবন নির্মাণে ব‍্যাপক উন্নয়নসহ আরও বেশ কিছু বিষয় ৷

জানা যায়, ইতিমধ্যেই সিসি ক্যামেরার সাহায্যে শিক্ষা অধিদপ্তর, প্রশাসনিক ভবন, প্রধান চার গেট, পুরাতন দারুল হাদিস (লাল বিল্ডিং) ও মসজিদে রশিদের চত্বরসহ পূর্ণ চৌহদ্দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মজলিসে শূরার সদস্যগণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-

১- দারুল উলুম দেওবন্দের সাবেক প্রিন্সিপাল

২- মাওলানা গোলাম আহমদ বাস্তানবী আক্কালকোয়া, মুম্বাই।

৩- মাওলানা আব্দুল হালিম ফারুকী, লাখনৌ।

৪- মাওলানা রাহমাত উল্লাহ কাশ্মীরী ৷

৫- মাওলানা হাকীম কালিমুল্লাহ, আলিগড়।

৬- মাওলানা মাহমুদ রাজস্তানী ।

৭- মাওলানা আনোয়ারুর রাহমান বিজনূরী ।

৮- মাওলানা মাস্টার আনজার হুসাইন মিয়া দেওবন্দী।

৯- দারুল উলুম দেওবন্দের বর্তমান প্রিন্সিপাল মুফতী আবুল কাসেম নো’মানী ।

১০- শাইখুল হাদীস ও সদরুল মুদাররিস মুফতী সাঈদ আহমদ পালনপুরী ।