দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে ইসলামী অর্থনীতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৭ ২০২২, ২৩:১৫
খেলাফত মজলিস ঢাকা মহানগরীর পল্টন থানা শাখার উদ্যোগে আজ ১৭ই অক্টোবর-২২ দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে ইসলামী অর্থনীতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
পল্টন থানা সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রধান আলোচক ছিলেন সাবেক আইএমএফ কর্মকর্তা অর্থনীতিবিদ প্রফেসর সিদ্দিক হোসেন হিরু।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সহ প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আব্দুল হক আমিনী, শাহবাগ থানা সেক্রেটারি নাঈম আহমদ প্রমুখ।