দাদার বাড়ি কাশ্মীর ~ কাজী তানভীর
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০১৯, ২০:০১
আইনি শোষণ আর কত কাল
করবি পাষাণ গো-পূজারি,
কাস্মীরিদের প্রাণ অধিকার
করতে আদায় ধরছি সারি।
ভারত সেনার বুলেট বোমায়
কাশ্মীরীরা মরছে ধুকে,
ধৈর্য প্রাচীর পড়ছে ভেঙে
হানবো আঘাত তোদের বুকে।
শাক দিয়ে মাছ যায় না ঢাকা
পড়ছে মুখোশ অস্ত্রধারী,
হিন্দি শাসন করতে কায়েম
করছে শোষণ গো-পূজারি।
দাদার বাড়ি কাশ্মীরীতে
নানার বাড়ি বাংলাদেশে,
সেথায় আমার ভাই বোনেরা
থাকবে কেন গোলাম ভেষ-এ!
চিল-শকুনের পড়ছে নজর
দাদার বসতভিটার উপর,
হিন্দ বিজয়ের ঢোল বেজেছে
কাঁপছে ভারত দিল্লি শহর!
আয় মহাবীর কর উঁচু শির
জোর কদমে সামনে আগা,
খোদার হুকুম জিহাদ করে
করবো আযাদ শোন অভাগা।