দশ বছর পর পাওয়া গেলো ফ্রান্সের সেই বিমান
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৭ ২০১৯, ১৭:০২
একুশে জার্নাল ফ্রান্স প্রতিনিধি: ২০০৯ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে ছেড়ে আসা ফ্রান্স এয়ারের যে বিমানটি ঝড়ের কবলে পড়ে ২২৮ যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিলো আজ দশ বছর পর সেই বিমানের ডানা খুজে পেয়েছে ফ্রান্স নৌ বাহিনী।
২০০৯ সালের ১ জুন বিমানটি ২২৮ জন যাত্রী নিয়ে ব্রাজিল থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে ফ্লাই করে। বিমানটির ফ্লাইট নং ছিল AF447 . আজ ৭ সেপ্টেম্বর ফ্রান্স নৌবাহিনী সেই বিমানটির ডানা ও কিছু অংশ খুজে পায় আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি দ্বীপের কিনারে। টানা তিন বছর খোজাখুজির পর ২০১২ সালে ফ্রান্স সরকার এই বিমানটি তল্লাসি বন্ধ করে দেয় এবং ২২৮ যাত্রীর সকলে নিহত হওয়ার চুড়ান্ত ঘোষণা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে একদল নৌ গবেষক আটলান্টিক মহাসাগরে দ্বীপ গবেষণা করতে গিয়া এই বিমান সহ আরো কিছু বিমানের ডানা ও আরো কিছু অংশ দেখতে পায় এবং ফ্রান্স নৌ বাহিনী গিয়া ফ্রান্স এয়ারের সেই নিখোঁজ বিমানটির ডানা ও আরো কিছু অংশ উদ্ধার করে।